প্রতিষ্ঠার দুই যুগ পর স্থায়ী সনদ পেল ব্র্যাক ইউনিভার্সিটি

ব্র্যাক ইউনিভার্সিটি
ব্র্যাক ইউনিভার্সিটি  © লোগো

স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদপত্র পেয়েছে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ব্র্যাক ইউনিভার্সিটি’। আজ সোমবার (২৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে চিঠি পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মতামত অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ১০ মোতাবেক ব্র্যাক ইউনিভার্সিটির (প্রগতি স্বরণি, খ-২২৪, মেরুল বাড্ডা, ঢাকা-১২১২) অনুকূলে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদপত্র প্রদান করা হলো।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ১২(১) ধারা অনুসারে, প্রতিটি বিশ্ববিদ্যালয়কেই স্থায়ী সনদ নিতে হবে। প্রতিষ্ঠার জন্য সরকারের দেওয়া সাময়িক অনুমতির মেয়াদ ৭ বছর। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করলে সরকার তিন দফায় সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত সময় বাড়িয়ে দিতে পারে। এ সময়ের মধ্যে আইনে নির্ধারিত পরিমাণ জমিতে নিজস্ব স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করে সেখানে শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে। তবে এরই মধ্যে ১২ বছরের বেশি সময় পার হওয়ায় এসব বিশ্ববিদ্যালয়ের জন্য আইন অনুসারে আর সময় বাড়ানোর সুযোগ নেই।

জানা গেছে, বর্তমানে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থায়ী সনদ নিয়েছে হাতেগোনা মাত্র কয়েকটি। শিক্ষা কার্যক্রম চালু থাকা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অধিকাংশের স্থায়ী সনদ নেই। তবে ১২ বছরের বেশি সময় পার হয়ে গেছে এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও অর্ধশতের বেশি। নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী সনদ অর্জন করতে না পারা এসব বিশ্ববিদ্যালয় ইউজিসির চোখে ‘আইন ভঙ্গকারী’।

এদিকে, দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ব্র্যাক ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার দুই যুগ পর স্থায়ী সনদ পেল। স্যার ফজলে হাসান আবেদ ২০০১ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ওই সময় রাজধানীর ঢাকার মহাখালীতে মাত্র তিনটি বিভাগ এবং প্রায় ৮০ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হয়। এরপর বছর দুয়েক আগে মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হয়।


সর্বশেষ সংবাদ