স্বপ্নের ক্যাম্পাস থেকে লাশ হয়ে ফিরলেন শিক্ষার্থী পারভেজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫২ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫২ PM

রাজধানীতে নিজের স্বপ্নের ক্যাম্পাসেই নির্মম হত্যার শিকার হলেন বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ। শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীতে বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যার ঘটনা ঘটেছে।
২০২০-২১ শিক্ষাবর্ষের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইছাল গ্রামের বাসিন্দা।
বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী রিফাত দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, পারভেজ ছিল বাবা-মায়ের একমাত্র ছেলে। তার ছিল একমাত্র ছোট বোন। ঢাকার কচুক্ষেতে থাকত পারভেজ। হাসিমুখে এগিয়ে এসে বলত, ‘ভাই, মন খারাপ কেন? চলেন, চা খাই।’ কখনও বলত, ‘কি হয়েছে ভাই? চলেন, একটু আড্ডা দিই।’ তার সহজ সরল কথাগুলোই মুহূর্তে মন ভালো করে দিত। এমন প্রাণচঞ্চল একজন ছোটভাইকে হারিয়ে আমরা আজ নিথর হয়ে গেছি।
নিহতের প্রতিবেশী মাসুদ জানান, নিহত পারভেজ ছিল শান্তশিষ্ট ভদ্র। বিশ্ববিদ্যালয় থেকে এসে সে নীরূবিলী থাকতেন। গ্রামের সকলের প্রিয় ছিল নিহত পারভেজ।
নিহত পারভেজের মামা সবুজ জানাান, আমার ভাগিনাকে সন্ত্রাসীরা মাইরা ফালাইছে। আমরা ওদের ফাঁসী চাই।
নিহত বাবা জসিম উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আমার ছেলেকে হত্যার খবর শুনে কুয়েত এসেছি ভোরে। ৮ বছর ধরে সন্তানদের সুখের কথা চিন্তা করে নিজের সুখ বিসর্জন দিয়ে প্রবাসে থাকি। আমার ছেলে যারা হত্যা করেছে তাদের ভিডিও ফুটেজ আছে। এখনো কেন সন্ত্রাসীরা গ্রেফতার হচ্ছে। আমার ছেলেকে হত্যাকারীদের ফাঁসি চাই বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
এদিকে আজ রবিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর বেলা দেড়টার দিকে নিজ ক্যাম্পাসে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের দ্বিতীয় অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীতে বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যার ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। তিনি শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।