আশা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানবতার দেয়াল

মানবতার দেয়ালের সামনে উদ্যোক্তারা
মানবতার দেয়ালের সামনে উদ্যোক্তারা

আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এপ্লাইড সোসিওলোজি ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে ‘মানবতার দেয়াল’। এই দেয়ালের দৃষ্টিনন্দন লেখা হলো ‘তোমার যা প্রয়োজন এইখান থেকে নিয়ে যাও, যা অপ্রয়োজনীয় এইখানে রেখে যাও’।

এপ্লাইড সোসিওলোজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী নাহিদ নয়ন জানায়, মূলত অসহায় শীতার্ত মানুষের সহযোগিতায় তাদের এই উদ্যোগ। এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. আহসান হাবিব এবং সিনিয়র লেকচারার সোসিওলোজি ক্লাবের কো-অর্ডিনেটর রওশন আরা রুমকি।

মানবতার দেয়ালের সামনে কাপড় পছন্দ করছে শিশুরা

 


সর্বশেষ সংবাদ