দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে কানাডিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন

মানববন্ধন করেছেন কানাডিয়ান ইউনিভার্সিটি শিক্ষার্থীরা
মানববন্ধন করেছেন কানাডিয়ান ইউনিভার্সিটি শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

দেশে ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শিক্ষার্থীদের ভাষ্যে, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে। তারা বলেন, আমরা এমন একটি সমাজ চাই, যেখানে নারীরা স্বাধীনভাবে চলতে পারবে, ভয় ও শঙ্কার মধ্যে দিন কাটাতে হবে না।

মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, শুধু আইন তৈরি করলেই হবে না, তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে অনেক অপরাধী শাস্তি এড়িয়ে যায়, যা সমাজে আরও অনিরাপত্তা সৃষ্টি করে। 

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা জীবন বাজি রেখে কোটা সংস্কার আন্দোলন করেছি। সেই আন্দোলনের হাত ধরে আজকের সরকার এসেছে। কিন্তু তারপরও কেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না? কেন সন্ধ্যার পর রাস্তায় নামতে ভয় পেতে হবে?” তারা সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।  

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে। তারা সংকল্প করেন, এ ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালিয়ে যাবেন এবং একটি নিরাপদ সমাজ গঠনের জন্য সক্রিয় থাকবেন।  

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সরকারের কাছে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শুধু কঠোর আইন করলেই চলবে না, এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। সমাজের প্রতিটি স্তরে নৈতিক মূল্যবোধ ও মানবিকতা চর্চা বাড়ানো ছাড়া এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয়।


সর্বশেষ সংবাদ