শিক্ষা–অভিজ্ঞতা কেউ কেড়ে নিতে পারে না: এআইইউবির সমাবর্তনে অর্থ উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৬ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০ AM

শিক্ষা ও অভিজ্ঞতা কেউ কেড়ে নিতে পারে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, শিক্ষা সমতা আনয়নের বড় হাতিয়ার। শিক্ষা না থাকলেও অর্থ অর্জন করা যায়, কিন্তু শিক্ষা থাকলে তা কেউ ছিনিয়ে নিতে পারে না। শিক্ষা ও অভিজ্ঞতা কেউ কেড়ে নিতে পারে না।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) স্থায়ী ক্যাম্পাসে ২২তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন।
গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে তিনি বলেন, গ্র্যাজুয়েটরা প্রথমে নিজেদের পরিবারের প্রতি নজর রাখবেন, দেশের প্রতি নজর রাখবেন এবং মানুষের প্রতি যত্নশীল হবেন। শিক্ষকদের মান ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এআইইউবি’কে ধন্যবাদ জানাই, কারণ তারা এটি অর্জন করতে পেরেছে।
তিনি আরও বলেন, আমরা বর্তমানে কঠিন সময় পার করছি। খাদের কিনারায় পরে যাওয়া দেশটা তুলে আনার চেষ্টা করছি। এখানে তোমাদের (উপস্থিত শিক্ষার্থীদের) অবদান সবথেকে বেশি। সবাই মিলে কাজ করি, টিম হয়ে কাজ করি। আমাদের ভাবতে হবে আমরা বাংলাদেশ পরিবারের একজন।
সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট ২ হাজার ৫৪৭ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও, বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ ও সর্বোত্তম ফলফল অর্জনকারী মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে চ্যান্সেলর স্বর্ণপদক ৩টি, সুম্মা কাম লাউড (স্বর্ণ) ৭৯টি, ডা. আনোয়ারুল আবেদীন লিডারশিপ পদক ২০টি, ম্যাগনা কাম লাউড (রৌপ্য) ১২৮টি, ভাইস চ্যান্সেলর পদক ২৩টি, কাম লাউড (ব্রোঞ্জ) ৩৯টি পদক ও সম্মাননা প্রদান করা হয়।
সমাবর্তনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্ত ড. সলিমুল্লাহ খান। এ ছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন এআইইউবি-এর ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া অনোয়ার এবং এআইইউবি-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল আবেদীন হাসান, ইশতিয়াক আবেদীন ও ট্রাস্টি বোর্ডের সকল সদস্যবৃন্দ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এআইইউবির ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।