সাংবাদিকতায় ক্যারিয়ার

স্বপ্ন পূরণের সারথি যখন ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ

ইউআইইউ’র মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ
ইউআইইউ’র মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ  © টিডিসি সম্পাদিত

দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সমানতালে বাড়ছে সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের অধীন বিষয়গুলো। উন্নয়ন অধ্যয়ন, আইন কিংবা অর্থনীতির বাইরে বর্তমানে বাংলাদেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ের। বর্তমানে দেশের সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় হালনাগাদ সিলেবাস, হাতে-কলমে শেখার সুযোগ এবং বাজার উপযোগী শেখার সুযোগ এ জনপ্রিয়তার অন্যতম কারণ।

গণযোগাযোগ ও সাংবাদিকতায় শিক্ষার্থীদের সামাজিক বিজ্ঞানের অন্যান্য বিষয়গুলোর তুলনায় বাজার উপযোগী দক্ষতা অর্জনে হাতে-কলমে শিখনকে বেশি জোর দিতে হয়। বিদ্যার্থীদের লেখালেখি ও উপস্থাপন দক্ষতায় কাজ করতে হয় প্রতিনিয়তই। আর এমন সব সুবিধা নিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগ কাজ করছে শিক্ষার্থীদের বাজার উপযোগী করে গড়ে তুলতে।

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মিডিয়া ও যোগাযোগ শিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম গ্র্যাজুয়েট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের (এমএসজে) অ্যাকাডেমিক প্রোগ্রামটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা মিডিয়া এবং যোগাযোগ খাতকে দক্ষ মানবসম্পদ দিতে সহায়তা করবে।

এমএসজে বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে আধুনিক ল্যাব সুবিধা, যেখানে সংবাদও সাংবাদিকতার নানা বিষয়াদি প্রত্যক্ষভাবে শেখার সুযোগ পান তারা। এ ছাড়া দেশ-বিদেশের অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকদের অধীনে পাঠ গ্রহণের সুযোগ শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়তে কাজ করছে। এ ছাড়া ইউআইইউতে মানসম্মত শিক্ষার পরিবেশ, সহশিক্ষামূলক কার্যক্রমের নানা সুযোগ শিক্ষার্থীদের এগিয়ে রাখে নেতৃত্ব দক্ষতায়।

বর্তমানে গবেষণাভিত্তিক সাংবাদিকতায় দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজের প্রতিশ্রুতি হিসেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির(ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগ জোর দিচ্ছে আধুনিক ও সময়োপযোগী সিলেবাসে। এ জন্য এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘আউটকাম বেজড এডুকেশন’ বা ‘ওবিই বেইজড লার্নিংয়ে’ শেখার সুযোগ। এ ছাড়া বিভাগটিতে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও চাহিদাভিত্তিক পাঠ্যক্রম পাশাপাশি রয়েছে সময়োপযোগী সব সুযোগ-সুবিধা।

ইউআইইউর এমএসজে বিভাগের সিলেবাসে শুধু প্রিন্ট কিংবা টেলিভিশন নয়, যুগের সবচেয়ে বড় চাহিদা অনলাইন সংবাদ মাধ্যমের নানা বিষয়ও যুক্ত রয়েছে। মাল্ডিমিডিয়া জার্নালিজম, ফটো জার্নালিজম, এডিটিং, ফিচার রাইটিং, স্পেশালাইজড রিপোর্টিংয়ের মতো কোর্সও রয়েছে বিভাগটিতে। এ জন্য মিডিয়া স্টাডিজের বিভাগে আলাদা একটি বিশেষায়িত ল্যাব তৈরি করা হয়েছে। পাশাপাশি কমিউনিকেশনের বিষয়গুলোও শিক্ষার্থীদের ভালোভাবে শেখানোর জন্য করণীয় বিষয়গুলো নিয়ে কাজ করছে, যা প্রতিনিয়ত হালনাগাদ করছে বিভাগটি।

বিবিসি, সিএনএন, আল-জাজিজার মতো বিশ্বের বড় বড় মিডিয়া তো বটেই, বাংলাদেশেও টেলিভিশন, প্রিন্ট এবং অনলাইন ও নিউ মিডিয়ায় রয়েছে সাংবাদিকতা পেশায় ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ। মূলত এসব বিষয়কে আমলে নিয়েই সাংবাদিকতায় উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে স্বনামধন্য প্রতিষ্ঠান ইউআইইউ।

ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে রয়েছে একঝাঁক দক্ষ শিক্ষক। দেশের ও বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন পূর্ণকালীন এবং খণ্ডকালীন শিক্ষক এখানে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করছেন। যারা বিভাগটির শিক্ষার্থীদের মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছেন। এর বাইরেও এখানে নিয়মিত পাঠদান এবং অভিজ্ঞতা বিনিময় করেন দেশ ও দেশের বাইরের বিভিন্ন গণমাধ্যম এবং যোগাযোগ খাতের দক্ষ ব্যক্তিরা (ইন্ডাস্ট্রি এক্সপার্ট)।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে বর্তমানে হিউম্যান কমিউনিকেশন, মিডিয়া স্টাডিজ এবং সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে পড়াশোনা করে চার বছরের স্নাতকসম্পন্ন করার সুযোগ রয়েছে শিক্ষার্থীদের। বিএসএস (অনার্স) ইন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) প্রোগ্রাম শেষ করার পর শিক্ষার্থীদের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, ব্যবহারিক জ্ঞান, পেশাগত নৈতিকতা ও মানবিক মূল্যবোধসহ উপযুক্ত পেশাদার করে গড়ে তোলার সব আয়োজনই রয়েছে এ বিশ্ববিদ্যালয়টির।

বর্তমানে বিভাগটিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে এখানকার শিক্ষার্থীদের জন্য। বিভাগটির শিক্ষার্থীরা এগিয়ে রয়েছেন নানা প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও। এ বিভাগের তিন শিক্ষার্থী তাদের চমৎকার ফলাফলের স্বীকৃতিস্বরূপ পূর্ণ স্কলারশিপ নিয়ে একটি সেমিস্টার পড়ার সুযোগ পেয়েছেন প্রতিবেশী দেশ ভারতের ওক্সেন ইউনিভার্সিটিতে। এ ছাড়া বিভাগটির পাঁচজন শিক্ষার্থী বর্তমানে গবেষণা সহকারী হিসেবে কর্মরত রয়েছেন সাউথ এশিয়ান সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্টে।

ভারতের ওক্সেন ইউনিভার্সিটিতে পূর্ণ স্কলারশিপ নিয়ে এক সেমিস্টার পড়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের একজন ফারহানা ফাইজা জীম। সম্প্রতি ইউআইইউর দৃষ্টিনন্দন ক্যাম্পাসে দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘আমি ওক্সেন ইউনিভার্সিটিতে এক সেমিস্টার পড়ার সুযোগ পেয়েছি। এটি আমার জন্য অভিজ্ঞতা অর্জনের একটি বড় সুযোগ ছিল। আমি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে সেখানে একসঙ্গে শেখার সুযোগ পেয়েছি এবং তাদের সঙ্গে শেখার এ সুযোগ আমার যোগাযোগ দক্ষতা বাড়াতে কাজ করবে। আমি ইউআইইউতে আমার সহপাঠীদের সঙ্গে আমার অর্জিত নানা অভিজ্ঞতা ভাগাভাগি করে এগিয়ে যেতে কাজ করব।

মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে (এমএসজে) পড়লেই মাঠে কাজ করতে হবে বা সাংবাদিকতা করতে হবে—বিষয়টি এমন নয়। এ বিষয়ে পড়াশোনা করে আরও অনেক কাজের সুযোগ রয়েছে বলে মনে করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের (এমএসজে) প্রভাষক কাজী কামরুন নাহার তানিয়া। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বর্তমানে বাংলাদেশে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা শেষে শিক্ষকতা, জনসংযোগ কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমে কাজের সুযোগসহ নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।

বাংলাদেশকে অনেক আগে থেকেই ভালো লাগে জানিয়ে সুদূর জার্মানি থেকে এখানে কাজ করতে এসেছেন ড. মারিও হারসস্টেইন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন তিনি। সংবাদ-সাংবাদিকতার নানা গল্প-আলাপে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি আমার জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়ে এখানকার শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করব। পাশাপাশি ফিল্মে আমার পিএইচডি ডিগ্রি আছে। এর সঙ্গে সাংবাদিকতার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করব।’

সাংবাদিকতার ক্যারিয়ার এখন আর সীমাবদ্ধ নয়, বরং বিস্তৃত। সৃজনশীল এই পেশায় যুক্ত হয়ে মেধা ও পরিশ্রমের সঙ্গে কাজ করলে সহজেই নিজের খ্যাতি দেশে-বিদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব, এমনটাই ভাবনা ইউআইইউর মিডিয়া স্টাডিজ বিভাগের।

চ্যালেঞ্জের পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যমে প্রতিনিয়ত দক্ষ জনবলের চাহিদা বাড়বে বলে মনে করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের (এমএসজে) বিভাগীয় প্রধান ড. শেখ মো. শফিউল ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশে গণমাধ্যমের সংখ্যা বাড়ছে, কিন্তু সে হিসেবে এখানে দক্ষ জনবল বাড়ছে না। এ জন্য আমাদের দক্ষ জনবল বাড়াতে কাজ করতে হবে। এখানে আমরা শিক্ষার্থীদের আগামীর সব চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে গড়তে কাজ করছি।’

ড. শফিউল বলেন, ‘এখানকার শিক্ষার্থীদের বাজার উপযোগী করে গড়ে তুলতে আমরা শিক্ষার্থীদের হাতে-কলমে সবকিছু শেখানোর সব আয়োজন রেখেছি। সে জন্য এখানে হালনাগাদ সিলেবাসসহ শিক্ষার পরিবেশ এবং স্কলারশিপ ও অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনায় ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ শিক্ষার্থীদের জন্য সেরা সিদ্ধান্ত হবে।


সর্বশেষ সংবাদ