গ্রিন ইউনিভার্সিটিতে পর্দা উঠলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের
- গ্রিন ইউনিভার্সিটি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৩৪ PM , আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৪৯ PM

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের। সোমবার (১৩ জানুয়ারি) জমকালো আয়োজনের মাধ্যমে ফেস্টিভালের উদ্বোধন করা হয়।
এবারের ফিল্ম ফেস্টিভালটির ভেন্যু হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি। যেখানে ১৩-১৫ জানুয়ারি এবং ১৮ জানুয়ারি ফিল্ম প্রদর্শিত হবে। প্রথম দিনেই অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
আন্তর্জাতিক মানের এই চলচ্চিত্র উৎসব তরুণ নির্মাতা, দর্শক এবং চলচ্চিত্র গবেষকদের জন্য এক অনন্য মঞ্চ হিসেবে কাজ করবে বলে আশা আয়োজকদের। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই উৎসবটি সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে। যেখানে প্রদর্শিত হবে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ও সৃজনশীল চলচ্চিত্র।
ফিল্ম ফেস্টিভালটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া তরুণ নির্মাতাদের নতুন পথ দেখাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।