এআইইউবির উদ্যোগে সোলার ইরিগেশন ওয়ার্কশপ শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ AM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ PM
বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) উদ্যোগে ‘সোশ্যাল ইনোভেশন থ্রো টেকনোলজি নাজিং: ডেভেলপিং অ্যা বিহেভিয়ারেল টুলকিট ফর ডিফিউজিং সোলার ইরিগেশন’ শীর্ষক ওয়ার্কশপস শুরু হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওয়ার্কশপটি শুরু হয়।
ওয়ার্কশপে স্বাগত বক্তব্য দেন যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির অধ্যাপক ড. মিশেল নায়েফ ও অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির অধ্যাপক ড. রাহুল সালিম।
উদ্বোধনী বক্তব্য আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ'র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা এই ওয়ার্কশপটির আয়োজন করতে পেরে খুবই আনন্দিত। একই সঙ্গে সহযোগিতার জন্য ডারহাম ইউনিভার্সিটি ও এডিপিসি কতৃপক্ষকেও আমরা ধন্যবাদ জানাই। ওয়ার্কশপটির উদ্দেশ্য হলো, সোশ্যাল ইরিগেশন সম্পর্কে আরও বেশি সচেতনতা বৃদ্ধি করা। বাংলাদেশের কৃষিতে স্থায়ী উন্নতি করার জন্য সোলার ইরিগেশনের বিকল্প নেই।’
ওয়ার্কশপে অংশ নেওয়া অতিথিরা
তিনি আরও বলেন, ‘আধুনিক সময়েও আমাদের কৃষকরা ফসল উতপাদন অনেক বাধার সম্মুখীন হন। আমরা সেগুলোর সমাধান করতে চাই। আজকের অনুষ্ঠানটি তারই একটি। অংশগ্রহণকারী অতিথিবৃন্দ তাদের গবেষণালব্ধ নতুন চিন্তার জ্ঞানের কথা এই কর্মশালায় নিয়ে আসবেন এটাই আমাদের লক্ষ্য।’
অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ‘কৃষির উন্নতি ও খরচ কমাতে সোলার ইরিগেশন পদ্ধতি অনেক বেশি সহায়ক হবে। এটা একই সঙ্গে কৃষকের ফসল চাষের খরচ কমাবে। আমরা এ ওয়ার্কশপের আয়োজনে সংযুক্ত হতে পেরে গর্বিত। সাসটেইনেবল ডেভেলপমেন্ট অর্জন করার জন্য পরিবেশবান্ধব সেচ পদ্ধতির বিকল্প নেই। এটা আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনেও সহায়ক হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।
ওয়ার্কশপের কি-নোট প্রেজেন্টার হিসেবে রয়েছেন যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির অধ্যাপক ড. হাবিব রাহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রেটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ড. জিনাতুল ইসলাম।
ওয়ার্কশপে অংশ নেওয়া অতিথিরা
এ ছাড়া ওপেন ডিসকাশনে মডারেটর হিসেবে আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
ওয়ার্কশপে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান। এ ছাড়া ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে আছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ'র বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা মেম্বার ও চেয়ারম্যান নাদিয়া আনোয়ার।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কর্টিন ইউনিভার্সিটি, বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, রাজশাহী ইউনিভার্সিটি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক ও গবেষক অংশ নেন।