ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘টেকসই মানব উন্নয়ন’ শীর্ষক সেমিনার

  © টিডিসি ফটো

সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটিতে ‘টেকসই মানব উন্নয়’ বিষয়ের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ ধানমন্ডি ক্যাম্পাসে সেমিনারটির আয়োজন করে।

উন্নয়ন অধ্যয়ন বিভাগের সভাপতি মো. ফুয়াদ হোসেন সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম জেহাদুল করিম। তিনি উন্নয়নকে টেকসই করার জন্য অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক উন্নয়ন ও পরিবেশগত উন্নয়ন অপরিহার্য বলে মত প্রকাশ করেন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এ এম এম হামিদুর রহমান। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আর্ন্তজাতিক) প্রফেসর ড. ফখরে হােসেন, উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক রাফি আল মাহমুদ, ফয়সাল আকবর, নিয়ামত আলী এনায়েত, আরভী আল সৃজন প্রমুখ।


সর্বশেষ সংবাদ