ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সেমিনার

সেমিনার
সেমিনার  © টিডিসি ফটো

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‌‘দ্য নিউ ডিজিটাল ফ্রন্টিয়ারস অব ইনফরমেশন: মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি ফর পাবলিক-ইন্টারেস্ট ইনফরমেশন” প্রতিপাদ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৪ নভেম্বর) দুপুরে ইনফরমেশন স্টাডিজ বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইউনেস্কো ঢাকা অফিস যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি (এমআইএল) সপ্তাহ উদ্‌যাপন এর অংশ হিসেবে এটি আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অফ ট্রাস্টিস ড. খলিলুর রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান  অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ ২০২৪-এর আহ্বায়ক ও ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন প্রফসের ড. দিলারা বেগম। এসময় ইউনেস্কো ঢাকা অফিসের সেক্টর লীড-কমিউনিকেশন এন্ড ইনফরমেশন নূরে জান্নাত প্রমা গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি বিষয়ক ইউনেস্কোর উদ্যোগসমূহে তুলে ধরেন।

গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ ২০২৪-এর আহ্বায়ক ও ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন প্রফসের ড. দিলারা বেগম তার স্বাগত বক্তৃতায় সপ্তাহব্যাপী নানাবিধ আয়োজন আলোকপাত করেন। সেমিনারের মূল বক্তা অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান পাবলিক ইন্টারেস্ট ইনফরমেশন জেনারেটর এবং ডিজিটাল ইকোসিস্টেম এর বিভিন্ন দিক তুলে ধরেন। ড. খলিলুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মিডিয়া ও তথ্য সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন।  

গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি (এমআইএল) সপ্তাহ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ৩১ অক্টোবরে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে এর উদ্বোধন করা হয়েছিল। ইনফরমেশন স্টাডিজ  বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইউনেস্কো ঢাকা অফিস ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী ক্যাম্পাসে এবং অনলাইন প্ল্যাটফর্মে মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি বৃদ্ধির জন্য নেটওয়ার্ক প্রতিষ্ঠা, প্রচারণা, সেমিনার অনুষ্ঠানের আয়োজন করছে।

উল্লেখ্য যে, ইনফরমেশন স্টাডিজ  বিভাগ ২০১৭ সাল থেকে বৈশ্বিক এই কর্মসূচিটি নিরবিচ্ছিন্নভাবে উদ্‌যাপন করে আসছে, যা বাংলাদেশের জন্য এক অনন্য উদাহরণ।


সর্বশেষ সংবাদ