মানারাত ইউনিভার্সিটিতে জীবনে বড় হওয়ার গল্প নিয়ে সেমিনার

মানারাত ইউনিভার্সিটিতে আইন বিভাগের জীবনে বড় হওয়ার গল্প নিয়ে সেমিনার
মানারাত ইউনিভার্সিটিতে আইন বিভাগের জীবনে বড় হওয়ার গল্প নিয়ে সেমিনার  © সৌজন্যে প্রাপ্ত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগের উদ্যোগে ‘ফ্রম ইমিগ্রান্ট টু সিটি কাউন্সিলর: জার্নি অব ফার্স্ট ফিনিস পলিটিশিয়ান অব বাংলাদেশ অরিজিন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ। আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন ফিনল্যান্ডের কেরাভা সিটির সিটি কাউন্সিলর শামসুল আলম। 

জীবনে বড় স্বপ্ন দেখতে ও স্বপ্নের লক্ষ্যে অটল থেকে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহবান জানিয়ে প্রধান অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, শুধু জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখলে হবে না। স্বপ্ন বাস্তায়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পৃথিবীতে যারাই সফল হয়েছেন তাদের সকলেই নিরন্তর প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম করেই বড় হয়েছেন। জীবনে বড় হতে হলে ছাত্র-ছাত্রীদেরকে নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতেও এ সময় আহবান জানান তিনি। 

আইন বিভাগের প্রভাষক নাইমা রাহুল ও শাহরিয়ার বিন ওয়ারেসের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক শামসুল আলম ছাত্র-ছাত্রীদেরকে উচ্চশিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে বাংলাদেশী হয়েও ফিনল্যান্ডের কেরাভা সিটির সিটি কাউন্সিলর হওয়ার পেছনের গল্প তুলে ধরে বক্তৃতা করেন।

 

সর্বশেষ সংবাদ