বিইউএইচএস জার্নালের মোড়ক উন্মোচিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৫:১৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)-এর প্রথম জার্নাল ‘বাংলাদেশ জার্নাল অব হেলথ এন্ড এলায়েড সায়েন্সেস’- এর মোড়ক উন্মোচন করা হয় মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ইব্রাহিম মিলনায়তনে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম-সহ বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার ও এক্সিকিউটিভ এডিটরকে নিয়ে জার্নালের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান জার্নাল প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান চর্চার ধারা সমুন্নত রাখার জন্য নিয়মিতভাবে জার্নাল প্রকাশনার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। অধ্যাপক ডা. ফরিদুল আলম বিশ্ববিদ্যালয়ের প্রথম জার্নাল প্রকাশিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের গবেষণাধর্মী জ্ঞান বিকাশের জন্য জার্নাল পড়া ও লেখার জন্য আহ্বান জানান।
বিইউএইচএস জার্নালের এক্সিকিউটিভ এডিটর ও বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান, অধ্যাপক ডা. শাহ মো. জহুরুল হক আসনা জার্নাল প্রকাশনায় সক্রিয় সহযোগিতা ও পরামর্শ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এডিটোরিয়াল বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানান।
বিইউএইচএস-এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. জাহিদ হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।