ইউনিভার্সিটি অব স্কলার্সে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৫ PM
ইউনিভার্সিটি অব স্কলার্সে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির “রেড ক্রিসেন্ট ইয়ুথ টিম” এর প্রশিক্ষিত প্রশিক্ষকগণ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে অধ্যায়নরত ৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ‘প্রাথমিক চিকিৎসা’ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এই প্রশিক্ষণ আয়োজনের অন্যতম উদ্দেশ্য, যা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দায়িত্ব পালনের ক্ষেত্রে জরুরি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভুমিকা পালন করবে বলে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানান। এই প্রশিক্ষণে প্রথম স্থান অধিকার করে এ.এন.এম এহসানুল হক (ইইই বিভাগ), দ্বিতীয় স্থান পিআইইউ আশরাফুন বানু (বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট) এবং তৃতীয় স্থান মো. জিহাদ (সিএসই ডিপার্টমেন্ট) ।
আজ সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ইউনিভার্সিটি অব স্কলার্সের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিওটি সদস্য আব্দুল হাসিব সিদ্দিক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান মোঃ জাহিদুল ইসলাম জিহাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর ড. রওশনআরা আখতার (ভারপ্রাপ্ত), ট্রেজারার ড. মোঃ জুলফিকার আলী, রেজিস্ট্রারার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার, পিএসসি, বিএন (অবঃ)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রেড ক্রিসেন্ট যুব প্রধান মোঃ জাহিদুল ইসলাম জিহাদ, রেজিস্ট্রারার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার, পিএসসি, বিএন (অবঃ) এবং ট্রেজারার ড. মোঃ জুলফিকার আলী।
যুব প্রধান বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় সবধরণের মানবিক সহায়তা প্রদান করেছে। ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা রাজধানীসহ সারাদেশে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে। আগামীতে ইউনিভার্সিটি অব স্কলার্সে এ ধরণের প্রশিক্ষণ আয়োজন করার জন্য যুব প্রধান মত ব্যক্ত করেন।
নুরে আলম মিশাদ, প্রভাষক বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। জনৃসংযোগ কর্মকর্তা মোঃ আবুল বাশার ও রেড ক্রিসেন্ট ইয়ুথ টিমের সদস্য নাফিজ নিবির এই প্রশিক্ষণ অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
সবশেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ গ্রহণ সনদপত্র প্রদান করেন ইউনিভার্সিটি অব স্কালার্স এর উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মামুনুর রশিদ ।