লিডিং ইউনিভার্সিটিতে বিএনসিসির বিদায়ী ক‍্যাডেটদের সম্মাননা প্রদান

  © টিডিসি ফটো

লিডিং ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের বিদায়ী ক‍্যাডেটদের সম্মানে বিএনসিসি এনাম ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারি-১ এ ‘BNCC ANNUM FEST- Honoring all who served’ শীর্ষক অনুষ্ঠানে বিদায়ী ক‍্যাডেটদের সম্মাননা স্মারক ও সনদ প্রধান করা হয়েছে।

বিএনসিসি আরও সংঘটিত হোক এবং এগিয়ে যাক এ কামনা করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, লিডিং ইউনিভার্সিটির ক‍্যাডেটদের ঐতিহ্য রয়েছে। প্রাক্তন ক‍্যাডেটরাও এ বিশ্ববিদ্যালয় পরিবারের অংশ এবং ভবিষ্যতে তারা দেশ প্রেমের মাধ‍্যমে লিডিং ইউনিভার্সিটির সুনাম বয়ে আনবে।

বিশেষ অতিথির বক্তব্যে  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক বলেন, নিরাপত্তাব্যবস্থা প্রদানসহ সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনায় বিএনসিসির ভূমিকা উল্লেখযোগ্য। ক‍্যাডেটরা সবসময়ই সুশৃঙ্খল, লিডিং ইউনিভার্সিটিতে বিএনসিসি সদস্য বাড়াতে হবে এবং এতে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা থাকবে।

লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্ল‍্যাটুন কমান্ডার প্রভাষক দীপ্ত চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম.এস. রহমান পীর, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস রুমপা শারমিন এবং আর্মি স্টাফ অফিসার মো. আলিম।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিল লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি ক‍্যাডেট মো. আবু তালহা এবং মোকশেদা মিলি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence