ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট শুরু

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট শুরু হয়েছে
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট শুরু হয়েছে  © সংগৃহীত

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট ২০২৩ শুরু হয়েছে। রোববার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয় ফুটসাল কোর্টে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ মো. আল্লাইয়ার, স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার ইসহাক মিজি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ২৩টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

উদ্বোধনী ম্যাচে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ৩-০ গোলে ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ বিভাগকে পরাজিত করে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে একমাত্র ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেই ফুটসাল কোর্ট চালু করেছে।


সর্বশেষ সংবাদ