ফ্যাক্ট-চেকিং নিয়ে পোর্ট সিটি ইউনিভার্সিটিতে কর্মশালা

কর্মশালায় অতিথি ও অংশগ্রহণকারীরা
কর্মশালায় অতিথি ও অংশগ্রহণকারীরা  © টিডিসি ছবি

চট্টগ্রাম নগরীর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের আয়োজনে ফ্যাক্ট চেকিংয়ের উপর নলেজ শেয়ারিং প্রশিক্ষণ সেশন (কর্মশালা) অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জুন) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইন্টারনিউজ সমর্থিত এবং দ্য ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রশিক্ষণ সেশনটি সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিসিডি) বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত হয়। 

এতে ফ্যাকাল্টি সদস্য এবং বিভাগের বিভিন্ন ব্যাচের ১৬ জন শিক্ষার্থী ফ্যাক্ট-চেকিং ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করে। দিনব্যাপী সেশনে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল দাস। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের  কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়। 

গণেশচন্দ্র রায় তার বক্তব্য বলেন, বর্তমান সাংবাদিকতায় ফ্যাক্ট-চেকিং একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারে সেজন্য এই কর্মশালা অত্যন্ত জরুরি।  

এ সময় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ইঞ্জিনিয়ার মাফজল আহমেদ। তার বক্তব্য বলেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের জন্য খুবই কার্যকরী একটি মাধ্যম। কারণ বর্তমানে কোনটি আসল সংবাদ আর কোনটি ভুয়া সংবাদ সেটি নিয়ে প্রতিনিয়ত বিভ্রান্তি চলছে তাই ফ্যাক্ট-চেকিং শিখতে হবে৷ 

এসময় উপস্থিত অতিথিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.ওবায়দুর রহমান বলেন, ফ্যাক্ট-চেকিংয়ের বিকল্প নেই এখন। আমাদের শিক্ষার্থীরা যেন আগামীতে এই বিভাগ থেকে পড়াশোনা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে নিজেকে একজন ভালো সাংবাদিক হিসেবে গড়ে তুলতে পারে সেই প্রত্যাশা করছি। 

অতিথিদের বক্তৃতা শেষে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান জুয়েল দাস দিনব্যাপী শিক্ষার্থীদের সাথে নিয়ে  ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ দেন। এসময় ফ্যাক্ট-চেকিং কি, ফ্যাক্ট-চেকিং কেন করা হয়, ফ্যাক্ট-চেকিংয়ের বিভিন্ন টুলস সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়। দিনব্যাপী এই কর্মশালায় শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো হয় কিভাবে ফ্যাক্ট-চেকিং এর ক্ষেত্রে বিভিন্ন টুলস ব্যবহার করতে হয়। 

ফ্যাক্ট চেকিংয়ের নলেজ শেয়ারিং কর্মশালায় বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সকল শিক্ষকবৃন্দ। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence