অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে আইন বিষয়ক সেমিনার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ মে ২০২৩, ০৭:১৭ PM , আপডেট: ২১ মে ২০২৩, ০৭:১৭ PM
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘এক্সপ্লোরিং দ্য নেক্সাস বিটুইন বাংলাদেশ জুডিশিয়ারি অ্যান্ড বার কাউন্সিল: ক্যারিয়ার পারসপেকটিভ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ।
শনিবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহাবুব উল ইসলাম ও অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট লিয়াকত সিকদার। অনুষ্ঠানে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জজ ড. মো. শাহজাহান।
এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন আইন বিভাগের চেয়ারম্যান আ. ম. মো. সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাস্তবিক কিছু মামলা নিয়ে আলোচনা করেন কিনোট স্পিকার ড. মো. শাহজাহান। তিনি বলেন, আইন পেশা অনেক মহৎ একটি পেশা। এই বিষয়ের শিক্ষার্থীদের অনেকগুলো সেক্টরে সফল হবার সুযোগ রয়েছে। আইন পড়ে কেউ বিসিএস, জজ, আইনজীবী, লিগ্যাল অ্যাডভাইজর, করপোরেট লিডার, প্রাইভেট সেক্টর, শিক্ষকসহ নানা পেশায় যুক্ত হতে পারবেন। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতি গড়ার কাজে নিজেদের যোগ্য মানুষ গড়ে তুলতে আহবান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. কে. এম দেলোয়ার হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রওশন আলম, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী প্রমুখ।
সেমিনারে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর ও কোঅর্ডিনেটর শিল্পী রানী সেন, অ্যাসিসট্যান্ট প্রফেসর ব্যারিস্টার মামুন খান, লেকচারার মো. আতিকুল ইসলাম ও মেহেরবা সাবরিন।