হাল্ট প্রাইজ উপলক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ওয়েবিনার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’ হিসেবে খ্যাত হাল্ট প্রাইজ উপলক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে পিচ সাবমিশন সেশন নামক এক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) আয়োজিত এ ওয়েবিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার্টআপ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও স্টার্টআপ গ্রাইন্ড চিটাগাংয়ের চ্যাপ্টার ডিরেক্টর আরফাতুল ইসলাম আকিব
ওয়েবিনারে আরও উপস্থিত ছিলেন বিইউপি হিউম্যান রিসোর্স ক্লাবের সভাপতি শাহরিয়ার রিমেন, ক্যাম্পাস পরিচালক রক্তিম চৌধুরী ও উপ-ক্যাম্পাস পরিচালক মো. রিগ্যাল। সেশনটি তত্ত্বাবধানে ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর লেকচারার ইমরান চৌধুরী এবং ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার।
এছাড়াও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের হাল্ট প্রাইজ অর্গানাইজিং কমিটির সদস্যরা এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থীরা এই সেশনে অংশগ্রহণ করেন।
এই সেশনে আরাফাতুল ইসলাম আকিব এবং শাহরিয়ার রিমেন অর্গানাইজিং কমিটির সদস্যদের এবং অংশগ্রহণকারীদের জন্য ক্যারিয়ার বিষয়ক এবং পিচ সাবমিশন বিষয়ক গুরুত্বপূর্ণ অনেক গাইডলাইন দেন। এবং তারা তাদের হাল্ট প্রাইজ এর দীর্ঘ যাত্রা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে প্রশ্ন-উত্তর পর্ব শেষে এই সেশেনের পরিসমাপ্তি করেন।
আগামীকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) ওরাল পিচ সাবমিশন ফাইনালের মধ্যে দিয়ে এবারের মতো এই কার্যক্রমের পরিসমাপ্তি ঘটবে। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির এই আয়োজনে এবার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্যা ডেইলি ক্যাম্পাস।
উল্লেখ্য, হাল্ট প্রাইজকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা, যা প্রতি বছর বিশ্বের ১২০-এর অধিক দেশের ২০০০-এর অধিক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়ে থাকে। ২০১০ সাল থেকে প্রতি বছর জাতিসংঘ ও বিল ক্লিনটন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতিযোগিতাটি হয়ে আসছে যা মূলত বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত সমস্যাকে একটি টেকসই ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সমাধান করার চেষ্টা করে।