যুক্তরাজ্যে বিদেশী শিক্ষার্থীদের প্রবেশ সীমিত করতে চান ঋষি সুনাক

ঋষি সুনাক
ঋষি সুনাক  © বিবিসি

ইউরোপের দেশ যুক্তরাজ্যে অভিসান রোধে বিদেশী শিক্ষার্থীদের প্রবেশে বিধি নিষেধ আরোপ করার চিন্তা-ভাবনা করছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

শুক্রবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র এ তথ্য জানান। খবর বিবিসি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘লো কোয়ালিটি’ ডিগ্রি নিতে যারা যুক্তরাজ্যে আসতে চায় তাদেরই আটকানোর পরিকল্পনা করছেন ঋষি সুনাক। তবে লো কোয়ালিটি ডিগ্রি আসলে কি সেটি পরিষ্কার করেননি এই মুখপাত্র।

তিনি বলেন, সরকারী পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাজ্যে নিট অভিবাসন রেকর্ড অর্ধ মিলিয়নে পৌঁছেছে। আর এ কারণেই এই সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা করা হচ্ছে।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিসের প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২১ সালে নেট অভিবাসীর সংখ্যা ছিল ১ লাখ ৭৩ হাজার। সেটি এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪ হাজারে। মানে এ বছর নেট অভিবাসীর সংখ্যা বেড়েছে ৩ লাখ ৩১ হাজার।

আরও পড়ুন: কাতার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে খতিব হলেন বাংলাদেশি শিক্ষার্থী।

ডাউনিং স্ট্রিটের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, মূলত যুক্তরাজ্যে নেট অভিবাসীর সংখ্যা সাধারণের তুলনায় বেড়ে যাওয়ায় এমন পরিকল্পনা করছেন নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অভিবাসন ঠেকাতে ঋষি সব উপায় ভেবে দেখবেন। এরমধ্যে থাকবে বিদেশী শিক্ষার্থীদের যুক্তরাজ্যে প্রবেশ সীমিত করে দেওয়ার বিষয়টিও।

তবে বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি শিক্ষার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয় তাহলে অনেক বিশ্ববিদ্যালয় সমস্যায় পড়বে। কারণ ব্রিটিশ শিক্ষার্থীদের কাছ থেকে কম ফিস নিতে হয় তাদের। এতে করে অর্থের যে ঘাটতি তৈরি হয় সেটি বিদেশী শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে পূরণ করা হয়।

যুক্তরাজ্যের একজন সরকারী অভিবাসন উপদেষ্টা সতর্ক জানিয়েছেন, এ সিদ্ধান্তের ফলে অনেক বিশ্ববিদ্যালয়কে দেউলিয়া হয়ে যাবে।

উল্লেখ্য, যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য সবচেয়ে বেশি যান ভারতীয় শিক্ষার্থীরা। চীনকে পেছনে ফেলে এ বছরই ভারত থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা পেয়েছেন। নেট অভিবাসীর সংখ্যা বৃদ্ধির কারণ মূলত ভারতীয় শিক্ষার্থীরাই।