মৃত্যুর আগে মোবাইল-কম্পিউটারের সবকিছু মুছে ফেলে বিশ্ববিদ্যালয় ছাত্র

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ছবি

রাজধানীর রামপুরায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়াজ মোর্শেদ নাদিম (২০)। মৃত্যুর আগে সে তার ফেসবুক, কম্পিউটার ও মোবাইলের সব তথ্য মুছে ফেলে।

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত নিয়াজ মোর্শেদের ভাই নাঈম বলেন, সোমবার (৩১ অক্টোবর) রাতের যেকোনো সময় সে নিজের রুমে গলায় ফাঁস দেয়। আমরা সকালে বিষয়টি বুঝতে পারি। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা লাশ উদ্ধার করে ঢামেকে পাঠায়।

তিনি বলেন, আমরা কখনোই তার কোনো অভাব অপূর্ণ রাখিনি। পরিবারের কারও সাথে তার মনোমালিন্য বা কথা কাটাকাটি কিছুই হয়নি। মৃত্যুর আগে সে তার মোবাইল, ফেসবুক এবং কম্পিউটারের সবকিছু রিসেট দিয়ে গেছে।

এ প্রসঙ্গে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম বলেন, কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


সর্বশেষ সংবাদ