প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন থেকে কয়েকজন আটক

আটক করার দৃশ্য
আটক করার দৃশ্য  © টিডিসি ফটো

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগ বাতিলের প্রতিবাদে আন্দোলন করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় আন্দোলনকারীদের কয়েকজনকে আটক করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়। তবে আটকের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাস নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। তিনি বলেন, ‘আমরা জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নিয়ে এসেছি। আটকের সংখ্যা এখনই বলা যাচ্ছে না। যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হবে। আর কাউকে গ্রেপ্তার দেখানো হলে পরে জানানো হবে।’

এর আগে, লাঠিচার্জ ও জলকামান দিয়ে পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করার পর আন্দোলনকারীরা আবারও সড়কে অবস্থান নেন। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে তাদের সরাতে বিচ্ছিন্নভাবে ধাওয়া দিয়ে অনেককেই আটক করা হয়।

আন্দোলনকারীদের ভাষ্য, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে, সেটি 'বৈষম্যমূলক'। বর্তমান সরকারই তাদের নিয়োগের সুপারিশ করে আবার তা বাতিল করেছে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ৬,৫৩১ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হলেও আদালতের রায়ে কোটা পদ্ধতি অনুসরণ করে প্রকাশিত ফল বাতিল করা হয়। বৃহস্পতিবার সকালে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ প্রকাশিত ফল বাতিল করে রায় দেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence