ভুল বিষয়ে বার্ষিক পরীক্ষা, ভুক্তভোগী ২০ হাজার শিক্ষার্থী

  © সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় এক বিদ্যালয়ে ভুল বিষয়ে বার্ষিক পরীক্ষা নেওয়ায় উপজেলার ১৭৯ প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এই ভুলের ফলে উপজেলার প্রায় বিশ হাজার শিক্ষার্থী বিপাকে পড়ে। এ ঘটনায় ৩ শিক্ষককে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়। 

বিদ্যালয় সূত্রে জানা যায়, পরে পৃথকভাবে দুই বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় প্রধান শিক্ষক শাহিনা খানমসহ সহকারী শিক্ষক হাসান আলী ও নাজমা বেগমকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, গত সোমবার উপজেলা চাঁদপুর ইউনিয়নের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে গণিত পরীক্ষার পরিবর্তে ভুলে ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা নেওয়া হয়। এ ভুলের কারণে উপজেলার ১৭৯ প্রাথমিক বিদ্যালয়ের গণিত এবং ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা স্থগিত করা হয়। পরে বুধ ও বৃহস্পতিবার নতুন প্রশ্নপত্রে বার্ষিক পরীক্ষা নেওয়া হয়।

এ বিষয়ে ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা বেগম বলেন, বিদ্যালয়ে রুটিনের ভুলে এ ঘটনা ঘটেছে। পরবর্তী সময়ে পরীক্ষা নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ