প্রধানমন্ত্রীর ল্যাপটপ পেল ১৯৭টি প্রাথমিক বিদ্যালয়

প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ তুলে দিচ্ছেন সাংসদ শাওন
প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ তুলে দিচ্ছেন সাংসদ শাওন  © টিডিসি ফটো

ভোলার লালমোহনে ১৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ল্যাপটপ বিতরণ করা হয়েছে। রবিবার (১১ জুন) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নূরুন্নবী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের কারণে ডিজিটাল থেকে বাংলাদেশ এখন স্মার্ট দেশের পথে। আগামীর স্মার্ট বাংলাদেশে প্রযুক্তি জ্ঞানে দক্ষ হয়ে নেতৃত্ব দিবেন স্মার্ট নাগরিকরা। আর এ স্মার্ট নাগরিক গঠনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরও আন্তরিক ও যত্নবান হতে হবে।

আরও পড়ুন: ছাত্র-ছাত্রীদের জন্য ভালো ল্যাপটপ চেনার উপায়

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লালমোহন উপজেলা শাখার সহযোগীতায় এ ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম।

এ সময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতারুজ্জামান মিলন, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লালমোহন উপজেলা শাখার সভাপতি শওকত আলী হেলাল, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence