ঘূর্ণিঝড় মোখা

তিন বিভাগের প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

  © প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় মোখার দরুন সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষা কেন্দ্র ও শিশু কল্যাণ ট্রাস্টের লার্নিং সেন্টারসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা এর কারণে চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও উপানুষ্ঠিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার এবং শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ আগামী ১৪ ও ১৫ মে বন্ধ থাকবে।

এ অবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও শিশু কল্যাণ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন  তিন বিভাগের বিদ্যালয় ও লার্নিং সেন্টারসমূহের শিক্ষা কার্যক্রম আগামী ১৪ ও ১৫ তারিখ বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। তবে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকগণ কর্মস্থলে অবস্থান করবেন এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


সর্বশেষ সংবাদ