পিএসসির বিশেষ সভা হয়নি, কী সিদ্ধান্ত হবে ৪ বিসিএস নিয়ে?

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) লোগো।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) লোগো।  © সংগৃহীত

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর সরকারি কর্ম কমিশনেও (পিএসসি) সংস্কারের দাবি তোলেন চাকরিপ্রার্থীরা। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের ডাক দেন তারা। এ অবস্থায় গত মাসে কয়েক ধাপে পিএসসির শীর্ষ পদে নিয়োগ ও বদলি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে পিএসসিতে সম্পূর্ণ নতুন কমিশন গঠিত হয়েছে। পিএসসির নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রথম সভা (বিশেষ) হওয়ার কথা ছিল মঙ্গলবার (১২ নভেম্বর)। দুপুর ২টায় সভা শুরুর কথা থাকলেও অনিবার্য কারণে তা অনুষ্ঠিত হয়নি। 

বুধবার (১৩ নভেম্বর) পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তের জানান, সদস্যদের মধ্যে কিছু বিষয়ে মতানৈক্য হয়েছে। এ জন্য সভা পেছানো হয়েছে। তবে সভা কবে হবে, তা জানাতে পারেননি তিনি। ওই কর্মকর্তা আরও বলেন, ‘প্রথমে শুনেছিলাম ২টায় সভা হবে। পরে শুনলাম কিছুটা দেরিতে হবে। তবে শেষ পর্যন্ত সভাটি হয়নি।

এ বিষয়ে জানতে পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং একাধিক সদস্যের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

সভা যেহেতু হয়নি, সেহেতু ঝুলে থাকা তিনটি বিসিএসের বিভিন্ন পর্যায়ের পরীক্ষা নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি আসন্ন ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ নির্দিষ্ট করার বিষয়েও কোনো আলোচনা হয়নি।

এর আগে সোমবার (১১ নভেম্বর) পিএসসির একাধিক কর্মকর্তা জানিয়েছিলেন, মঙ্গলবার বিশেষ সভা হবে। সেখানে আটকে থাকা তিনটি বিসিএস নিয়ে আলোচনা হতে পারে। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ নিয়েও আলোচনা হবে। তাছাড়া বিভাগীয় পদোন্নতির পরীক্ষা নিয়েও কিছু বিষয় আলোচনায় আসবে বলে জানিয়েছিলেন তারা।

পিএসসি সূত্র জানায়, ৪৪তম বিসিএসে অল্প কিছু সংখ্যক প্রার্থীর মৌখিক পরীক্ষা আটকে আছে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। তাছাড়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত রয়েছে।

ফলে এ তিন বিসিএসে কেউ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার অপেক্ষায়, কেউ লিখিত পরীক্ষায় টিকে মৌখিক পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। আবার কেউ লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায়। দীর্ঘদিনেও পিএসসি বিসিএসগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে না পারায় হতাশ চাকরিপ্রার্থীরা। তবে নতুন কমিশন শিগগির এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা তাদের।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence