কর্মসংস্থান ও শিল্পায়ন নিয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সেমিনার বিকালে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মে ২০২৫, ১১:১০ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০৫ PM
তরুণ সমাজের ভাবনা ও অধিকার নিয়ে বিএনপির মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে দেশের চারটি বিভাগীয় কেন্দ্রে ধারাবাহিকভাবে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক প্রথম সেমিনারটি আজ শুক্রবার বেলা ৩টায় চট্টগ্রামের আন্তার্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া প্যানেলিস্ট হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, স্যান্টান্ডার ব্যাংকের সিনিয়র ডিরেক্টর শাফকাত রাব্বী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন খান, রাজনৈতিক বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক জাহেদ উর রহমান, অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক সাইয়েদ আব্দুল্লাহ, চলচ্চিত্র নির্মাতা, লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাবরুর রশিদ বান্নাহ, যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির লেকচারার জামাল উদ্দিন, ওরাকলের সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মুনতাসির মুনীর, পাঠাও এর সিইও ফাহিম আহমেদ।
এর আগে গতকাল ৮ মে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল শনিবার নগরের পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ধারাবাহিক কর্মসূচির দ্বিতীয় পর্বে ১৬ মে খুলনায় হবে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার। ১৭ মে হবে সমাবেশ। তৃতীয় পর্বে রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিনিধিদের অংশগ্রহণে ২৩ ও ২৪ মে বগুড়ায় আয়োজিত হবে আলোচনা ও সমাবেশ।
চূড়ান্ত পর্ব হবে রাজধানী ঢাকায় ২৭ ও ২৮ মে। এখানে অংশ নেবেন ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি তরুণরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলো ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণসমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে শুরু হচ্ছে মাসব্যাপী কর্মসূচি। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দেশের ১০টি সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে অংশগ্রহণ করবে এ কর্মসূচিতে বলে জানান হয়।