বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে যা বললেন সারজিস

সারজিস আলম এবং বেগম খালেদা জিয়া
সারজিস আলম এবং বেগম খালেদা জিয়া  © সম্পাদিত

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। যুক্তরাজ্যে চার মাস চিকিৎসা শেষে তিনি দেশে ফিরলে আজ মঙ্গলবার (৬ মে) ফেসবুকে পোস্ট দিয়ে তাকে স্বাগত জানান এনসিপি নেতা।

সারজিস আলম ফেসবুকে লিখেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের স্বাগতম। আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপোসহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন। 

আরো পড়ুন: ‘ফিরোজা’র পথে খালেদা জিয়া, পথে নেতাকর্মীদের ঢল

বেগম খালেদা জিয়ার তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন সারজিস আলম। এর আগে লন্ডন থেকে ফেরার পথে দোহায় যাত্রাবিরতি শেষে আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা হন সাবেক প্রধানমন্ত্রী।


সর্বশেষ সংবাদ