চিন্ময়ের জামিন: অন্তর্বর্তী সরকারকে সাবধান করলেন হাসনাত

হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ  © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এ দেশের উপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।

বৃহস্পতিবার (১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেলা পৌনে ৬টায় এসব কথা বলেছেন। 

তিনি আরও বলেন, চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হল? 

অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান করে  হাসনাত বলেন, ইন্টেরিম সাবধান! আলিফের রক্তের উপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!