ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি চালুর দাবিতে প্রেস ক্লাবে জড়ো হচ্ছেন শিক্ষকরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৩ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
বেসরকারি শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে নীতিমালা অনুযায়ী বদলি বাস্তবায়নের দাবিতে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেছেন শিক্ষকরা। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন তারা।
এ বিষয়ে মো. রাশেদ মোশাররফ নামে এক শিক্ষক জানান, 'আমরা মাত্র সাড়ে ১২ হাজার টাকা বেতনে নিজ জেলা থেকে শত শত কিলোমিটার দূরের প্রতিষ্ঠানে চাকরি করছি। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এই টাকা দিয়ে নিজের চলাই কষ্টসাধ্য। সেখানে পরিবারের কথা চিন্তাই করা যায় না।
বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মো. সরোয়ার বলেন, বদলি নীতিমালার ৩.১৬ সংশোধন করে কমপক্ষে দুজন শিক্ষককে প্রতিষ্ঠান থেকে বদলির ব্যবস্থা করতে হবে। একই সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যকর করতে হবে অথবা ইনডেক্স ট্রান্সফারের মাধ্যমে সমপদ/সমস্কেলে বদলি কার্যকর করতে হবে। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগেই বদলি চালু করতে হবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম বলেন, বদলি না থাকায় শিক্ষকরা মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। আমাদের অনেক শিক্ষক স্ট্রোক করছেন। আমরা নীতিমালা অনুযায়ী বদলি কার্যকর চাই। অবিলম্বে এটি বাস্তবায়ন করতে হবে।