জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কোথায়—প্রশ্ন মীর স্নিগ্ধর

মীর স্নিগ্ধ
মীর স্নিগ্ধ  © ফাইল ফটো

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ছাত্র সমন্বয়করা ঘোষণা দিয়েছিলেন, জুলাই বিপ্লবের ‘ঘোষণাপত্র’ প্রকাশ করবেন, গঠন করবেন বিপ্লবী সরকার। তবে নানা জটিলতায় তা আর হয়নি। এ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন আন্দোলনে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

সোমবার (২১ এপ্রিল) ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মীর স্নিগ্ধ। এক লাইনে স্ট্যাটাসে তিনি জানতে চেয়েছেন, যেন জাতির উদ্দেশ্যে প্রশ্ন করেছেন।

স্নিগ্ধ লিখেছেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কোথায়?’ স্নিগ্ধের স্ট্যাটাসে কমেন্টস করেছেন অসংখ্য মানুষ, তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কয়েকবার ঘোষণা দিয়েও বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে পারেনি।


সর্বশেষ সংবাদ