ইসলামবিরোধী পলিসি বাস্তবায়নের অপচেষ্টা হতে বিরত থাকুন: সাদিক কায়েম

সাদিক কায়েম
সাদিক কায়েম  © ফাইল ফটো

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিয়ে ইসলামবিরোধী পলিসি বাস্তবায়নের অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। শনিবার (১৯ এপ্রিল) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

সাদিক কায়েম তার পোস্টে বলেন, নারীর অধিকার ও মর্যাদার গ্যারান্টি দিয়েছে ইসলাম। নারী অধিকারের সুরক্ষায় শরীয়তের বিধান কার্যকর না করেই— ‘নারীদের প্রতি ধর্ম বৈষম্য করে’— এ ধরণের অস্পষ্ট পূর্বানুমান নির্ভর বয়ান উদ্দেশ্যপ্রণোদিত অথবা মূর্খতা ও অজ্ঞতাপ্রসূত।

তিনি বলেন, যারা ইসলামের বিধানকে অতিক্রম করর দুঃসাহস করবে, তাদের ফ্যাসিস্ট হাসিনার কথা স্মরণ করিয়ে দিতে চাই। শাপলা চত্বরের মহাজাগরণের কথা স্মরণ করিয়ে দিতে চাই, সোহরাওয়ার্দীর মার্চের কথা স্মরণ করিয়ে দিতে চাই।

সাদিক কায়েম আরো বলেন, হাসিনার পরিণতি থেকে শিক্ষাগ্রহণ করুন। জুলাই বিপ্লবকে পুঁজি করে ইসলামবিরোধী পলিসি বাস্তবায়নের অপচেষ্টা হতে বিরত থাকুন।

শহীদ আবরার ফাহাদ, আবু সাঈদ, ওয়াসিম, শান্ত, আলী রায়হানদের রক্তের সাথে বেঈমানী করার দুঃসাহস করবেন না।


সর্বশেষ সংবাদ