জামায়াতের সম্মেলনে সামনের সারিতে দেখা গেল আওয়ামী লীগ নেতাকে

জামায়াতের সম্মেলনে আওয়ামী লীগ নেতা
জামায়াতের সম্মেলনে আওয়ামী লীগ নেতা  © সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলনে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে সামনের সারিতে বসতে দেখা গেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়েছে।

এদিন দুপুরে অনুষ্ঠিত ওই সম্মেলনে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে প্রথম সারিতে বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে দেখা যায়। এই ঘটনায় স্থানীয় জামায়াত নেতাকর্মীরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা-১০ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, জেলা জামায়াতের অফিস সম্পাদক গোলাম সরওয়ার মজুমদার কামাল, লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর নূর ও সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বলেন, 'আমি আওয়ামী লীগের পদে আছি এটা সত্য, আমি পদত্যাগ করিনি তাও সত্য। তবে মুসলমান হিসেবে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে থাকা লাগে। এটা দোষের কিছু দেখছি না।'

বিষয়টি নিয়ে লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুর নূর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘উল্লেখিত ব্যক্তি নিহত জসিম উদ্দীন মোল্লার চাচা। নিহত জসিম উদ্দীন মোল্লার ঘর উদ্বোধন উপলক্ষ্যে সামাজিকতা রক্ষার স্বার্থে তিনি সেখানে উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর সম্মেলনে নয়।’


সর্বশেষ সংবাদ