‘র’-এর প্রেসক্রিপশনে বাংলাদেশে কোন রাজনীতি চলবে না: হাসনাত আব্দুলাহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪০ PM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪০ PM

বাংলাদেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ নিয়ে চলমান বিতর্কের মধ্যে এবার সরব হল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের দক্ষিণাঞ্চলের মুখ্যসংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে দেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের কথা তুলে ধরেছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুকে এ সম্পর্কিত স্ট্যাটাস দিয়েছেন। তিনি ওই স্ট্যাটাসে লিখেছেন, ‘RAW-এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না।’
উল্লেখ্য, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ নতুন নয়। তবে সম্প্রতি দিল্লিতে ভারতের গোয়েন্দা সংস্থা RAW-এর (Research and Analysis Wing) স্টেশন হেডের সঙ্গে বৈঠকের খবর প্রকাশ্যে আসায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দেশজুড়ে।