গুম থেকে ফিরে সাবেক ছাত্র নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়

সাবেক ছাত্রনেতা মফিজুর রহমান
সাবেক ছাত্রনেতা মফিজুর রহমান  © টিডিসি ফটো

২০১৩ এবং ২০২২ সালে গুম হওয়া জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে বিএনপি, ছাত্রদল এবং সাধারণ জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। গুম থেকে ফিরে আসার পর বুধবার (২ এপ্রিল) প্রথমবারের মতো এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি।

ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি ছিল বাঁশখালী পৌরসভা, খানখানাবাদ, ছনুয়া, পুইছড়ি ও গন্ডামারা ইউনিয়ন বিএনপির নেতা-কর্মী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা-কর্মী, বাঁশখালী উপজেলা শ্রমিক দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণের মিলনমেলা। অনুষ্ঠান শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয় এবং পরে বাঁশখালী পৌরসভার প্রধান সড়কের পাশে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় মফিজুর রহমান আশিক তার বক্তব্যে বাঁশখালীর অবকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘদিনের সড়ক সমস্যা সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্থানীয় জনগণের জন্য শিক্ষার সুযোগ আরও বাড়ানোর উদ্দেশ্যে বাঁশখালীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল কলেজ, মেডিক্যাল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মফিজুর রহমান আশিক বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ২০১৩ সালে র‍্যাব কর্তৃক গুম হন এবং ২০২২ সালে সিটিটিসির হাতে দ্বিতীয় দফায় গুম হয়ে ছিলেন। এছাড়া, তিনি ২০১৩ সালে 'জুলাই অভ্যুত্থান' নামে পরিচিত আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা হিসেবে খ্যাত। 

ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মফিজুর রহমান আশিক তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও সংগ্রামী জীবনের কথা স্মরণ করে উপস্থিত সবাইকে ধৈর্য, সাহস এবং একতার মাধ্যমে রাজনীতি ও সমাজ পরিবর্তনের প্রতি তার বিশ্বাসের কথা জানান। 

মফিজুর রহমান আশিকের এই ঘরোয়া ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত শতাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণ তার উপর আস্থা রাখার পাশাপাশি বাঁশখালী অঞ্চলের উন্নয়নে তার উদ্যোগকে স্বাগত জানান।


সর্বশেষ সংবাদ