বাকৃবিতে হলে থাকা শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদলের ঈদ উৎসব
- বাকৃবি প্রদায়ক
- প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৮:১৪ AM , আপডেট: ০১ এপ্রিল ২০২৫, ০৫:০৭ PM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের উদ্যোগে হলে থাকা দেশি ও বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ ঈদ আয়োজন করা হয়। সোমবার (৩১ মার্চ) বাকৃবির ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে দুই শতাধিক শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেন। এ ছাড়া প্রায় ৫০ জন অভিভাবক ও নারী শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।
ঈদের আনন্দকে আরও রঙিন করতে শিক্ষার্থীদের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়। সবাই একসঙ্গে বসে পারিবারিক আবহে রাতের খাবার খান।
এক শিক্ষার্থী বলেন, ‘চাকরির প্রস্তুতির তাগিদে পরিবার থেকে দূরে থাকা নিঃসন্দেহে কষ্টকর। তবে এই কষ্টই ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা জোগায়। আমরা যারা ক্যাম্পাসেই ঈদ করি, তাদের উৎসবটা হয়তো একটু ভিন্ন। ছাত্রদলের এমন উদ্যোগ প্রশংসনীয়। এমন আয়োজনের কারণে কিছুটা হলেও মনে হচ্ছে, আমরা পরিবারের সাথেই আছি।’
আরও পড়ুন: ‘ওয়াশরুমে গিয়ে মুখে গামছা গুঁজে কান্না করতাম’
এক বিদেশি শিক্ষার্থী জানান, ‘ঈদে ক্যাম্পাস নিরব থাকে। নিজের বন্ধুবান্ধব বা পরিচিতদের সঙ্গে সচরাচর বসে খাওয়া হয় না। নির্জীব নিষ্ক্রিয় হয়ে যায় এই ক্যাম্পাস। কিন্তু আজকের এই উদ্যোগের কারণে আমাদের এই ক্যাম্পাস কিছুটা হলেও প্রাণ ফিরে পেয়েছে।’
বাকৃবি ছাত্রদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম শফিক বলেন, ‘আমরা চেষ্টা করেছি যারা ক্যাম্পাসে ঈদ করছে, তাদের ঘরোয়া পরিবেশে আপ্যায়ন করার জন্য। প্রিয়জনদের থেকে দূরে থাকলেও আমরা চাই, শিক্ষার্থীরা যেন উৎসবের আনন্দ অনুভব করতে পারে।’