রাজশাহী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে কর্মচারীদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ
- রাজশাহী কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৪:১৩ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৫, ০৪:৩৫ PM

রাজশাহী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ সব কর্মচারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৮ মার্চ) বেলা ১১টায় কলেজ গ্রন্থাগারের সামনে এ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ ছাত্রশিবির শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুম এবং সঞ্চালনায় করেন সেক্রেটারি মোশাররফ হোসেন মাহদী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি শামিম উদ্দিন। তিনি বলেন, ছাত্রশিবির সবসময় ভালো কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চায়। তারা মানুষের কল্যাণে কাজ করে এবং সব সময় তাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ছাত্রশিবির বিশ্বাস করে যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উন্নয়নের পথ সুগম করা সম্ভব। তাই, তারা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। একসঙ্গে কাজ করলে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং একটি সুন্দর, সুশৃঙ্খল সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান জুয়েলসহ সংগঠনের অন্য নেতারা।