‘আওয়ামী লিগ’ প্রধান উজ্জ্বল মানসিকভাবে অসুস্থ দাবি পরিবারের

উজ্জল রায়
উজ্জল রায়  © সংগৃহীত

নতুন একটি রাজনৈতিক দল ‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে। এই দলে ‘নৌকা’ অথবা ‘ইলিশ’ প্রতীক চাওয়ার আবেদনও করা হয়েছে। গত ২৪ মার্চ, উজ্জ্বল রায় (২৭) নামের এক ব্যক্তি নিজের পরিচয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে দলটির নিবন্ধন আবেদন পেশ করেন।

বিষয়টি তারপর থেকে গণমাধ্যমে আলোচনা শুরু হয়। উজ্জ্বল রায়ের মায়ের নাম পারুল রায়। এলাকাবাসী থেকে জানা গেছে, উজ্জ্বল রায়ের বাবা নরেশ চন্দ্রের আরও এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার বড় ছেলে কনক চন্দ্র চাকরি করেন এবং মেয়ে প্রতীমা রাণী। বর্তমানে উজ্জ্বল রায় ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

সম্প্রতি ‘আওয়ামী লিগ’ নামক রাজনৈতিক দলটির নিবন্ধন চেয়ে আলোচনায় আসার পর থেকেই উজ্জ্বল রায় আত্মগোপন করেছেন। তার বাড়ি কিংবা এলাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনার পর তার পরিবার দাবি করেছে, উজ্জ্বল দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অসুস্থ।

নিবন্ধন আবেদনপত্রে উজ্জ্বল রায় উল্লেখ করেছেন, তার দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে ২৪ মার্চ এবং এই কমিটির মেয়াদ শেষ হবে ২০ এপ্রিল। তবে, দলের প্রধান কার্যালয়ের ঠিকানায় সড়ক ও বাড়ির নম্বর উল্লেখ করা হয়নি।

ঘটনার পর থেকেই উজ্জ্বল রায় পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার বাবা নরেশ চন্দ্র ও মা পারুল রানীর সঙ্গে কথা হলে তারা অভিযোগ করেন, উজ্জ্বলকে ফাঁসানো হয়েছে।

নরেশ চন্দ্র বলেন, উজ্জ্বলের নাম ব্যবহার করে কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। সে একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি। তবে ঘটনার পর থেকে উজ্জ্বল কেন আত্মগোপন করেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম জানিয়েছেন, এ বিষয়ে থানা পুলিশ এখনও অবগত নয়।


সর্বশেষ সংবাদ