নোয়াখালীতে হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১২:৪৮ AM , আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০১:২২ AM

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পথসভায় বাধা ও হামলার করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা।
সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলামোটর থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে তা হোটেল কন্টিনেন্টাল হয়ে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনাটি ঘটে। এতে আব্দুল হান্নান মাসুদসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
এ ঘটনায় হান্নান মাসুদের ভেরিফায়েড ফেসবুকে এডমিন এক স্ট্যাটাসে লিখেছেন, ‘নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক আব্দুল হান্নান মাসউদ ভাইকে মেরে ফেলার উদ্দেশ্য অতর্কিত হামলা। এতে হান্নান মাসউদ ভাইসহ ৫০+ নেতাকর্মী গুরুতর আহত।’