নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য সমর্থন করল এনসিপি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:৩৮ PM , আপডেট: ২১ মার্চ ২০২৫, ১০:৩৮ PM

নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য সমর্থন করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এই সমর্থন জানান। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়েছে দলটি।
শুক্রবার (২১ মার্চ) রাত আটটায় জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম চলমান রাজনীতি, আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যু, নির্বাচন ইত্যাদি প্রসঙ্গে বলেছেন। রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এ সংবাদ সম্মেলন হয়।
সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, সরকার নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং নির্ধারিত তারিখ পরিবর্তন করা হবে না। এ বিষয়ে ব্যাখ্যা করে তিনি বলেন, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিতসংখ্যক সংস্কার চায়, তাহলে নির্বাচন এই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। আর যদি বৃহত্তর সংস্কারপ্রক্রিয়ার প্রয়োজন হয়, তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া ডিসেম্বর-জুন টাইম ফ্রেম আমরা সমর্থন করছি। এই সময়ের মধ্যেই সংস্কার কার্যক্রম ও আওয়ামী লীগের বিচার সম্ভব। সেই ধাপ অতিক্রম করেই যেন নির্বাচন হয়।’