‘প্রতিবাদকারীদের’ নামে মামলা, নিপীড়ক চরিত্রের বহিঃপ্রকাশ: ছাত্র ইউনিয়ন

লোগো
লোগো  © সংগৃহীত

‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্লাটফর্মের সদস্যদের নামে মিথ্যা মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একইসাথে আন্দোলনকারীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি। বুধবার (১২ মার্চ) সংগঠনটির দপ্তর সম্পাদক মেরাজ খান আদর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব কথা বলা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ কর্তৃক প্রেরিত যৌথ বিবৃতি তুলে ধরা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ধর্ষণ ও নিপীড়নবিরোধী আন্দোলনে হামলা চালিয়ে, পুলিশ আন্দোলনকারীদের নামেই মিথ্যা মামলা দায়ের করেছে। এই মামলার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিপীড়ক চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অসমর্থ হলেও আন্দোলনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মব সন্ত্রাসী, মাজারে হামলাকারীদের বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা না নিয়ে ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রদানের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিল।’ 

এতে আরও বলা হয়,  ‘গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফসহ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ১২ নেতাকর্মীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই। খুন, ধর্ষণ, নিপীড়নের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে অপরাধীদের বিচার এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে। জনগণের জানমালের পূর্ণ নিরাপত্তা দিতে হবে। অন্যথায় বাংলাদেশের জনগণ পুনরায় রাজপথে নেমে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence