‘আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’ বলে ভাইরাল হওয়া সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ১২ মার্চ ২০২৫, ০৬:৩৪ PM

‘আমি থানায় গিয়ে কথা বলবো। আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’ বলে ভাইরাল হওয়া শাওন কাবী রিজা নামে সেই ছাত্রদলের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বুধবার (১২ মার্চ) দুপুরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শাওন কাবী রিজা ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।
আরও পড়ুন: পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় ‘আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’ বলা সেই নেতা বহিষ্কার
তিনি বলেন, সড়কে যানবাহনের গতিরোধ করে মারধর এবং পুলিশের কাছে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, একজন কনটেন্ট ক্রিয়েটরকে হয়রানি ও মারধর করেন ছাত্রদল নেতা শাওন কাবী রিজা। ওই ঘটনায় অভিযোগ পাওয়ার পর উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় তাকে আটক করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। এসময় ওই এলাকার একটি দোকানের সামনে থেকে তাকে পুলিশ থানায় নিয়ে যেতে চাইলে বাধা দেওয়া হয়। অশোভন আচরণসহ পুলিশের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন শাওন।
এসময় আটক করতে যাওয়া পুলিশের একজন উপ-পরিদর্শককে (এসআই) ওই ছাত্রদল নেতা বলেন, ‘আমি থানায় গিয়ে কথা বলবো। আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’।
ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের। আজ বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা একটি পত্রে শাওন কাবী রিজাকে ১৬ নম্বর রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদল সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।