করোনায় মারা গেছেন কথাসাহিত্যিক ইফ্ফাত আরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১১:৩২ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২১, ১১:৩২ AM
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কথাসাহিত্যিক ইফ্ফাত আরা। শনিবার (১৪ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্বাধীনতা-পরবর্তী প্রান্তিক সাহিত্য সংস্কৃতিতে নারী জাগরণে ইফ্ফাত আরার ভূমিকা অসামান্য। তার ছেলে ফয়জুল লতিফ চৌধুরী জানান, আম্মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। প্রধানত পার্কিনসেন্স রোগে ভুগছিলেন। নানান শারীরিক জটিলতার মধ্যে গত দুই সপ্তাহ ধরে তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
“কিছুটা ভালোর দিকে যাচ্ছিলে। এর মধ্যে গতকাল রাত ১১টায় এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
লেখক, সমাজকর্মী ও বাংলা সাহিত্যের অন্যতম সংগঠক শামসুন নাহার ইফ্ফাত আরা, ইফ্ফাত আরা নামে লেখালেখির জগতে পরিচিত। তিনি কিশোরগঞ্জ শহরে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন।
১৯৬৬ সালে তিনি অল পাকিস্তান ওমেনস অ্যাসোসিয়েশনস এর সদস্যপদ পাওয়ার পর থেকে সামাজিক উন্নয়নমূলক কাজে আরও সক্রিয় হন। ১৯৭৯ সালে আনন্দমোহন কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পাস করেন।
ইফ্ফাত আরার সাহিত্য জীবন শুরু হয় ১৯৫০ সালের শেষে ছোটগল্প প্রকাশের মধ্য দিয়ে। ১৯৮৮ সালে 'চিন্তা' নামে মাসিক সাহিত্যবিষয়ক পত্রিকা প্রকাশ করেন।
পরবর্তীতে পত্রিকাটি 'দ্বিতীয় চিন্তা' নামে পরিবর্তিত হয়। দ্রুত সময়ে তার পত্রিকা প্রকাশের স্থান হয়ে ওঠে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও শেরপুরের সাহিত্যচর্চার কেন্দ্রস্থল।
১৯৮৯ সালে দুই খণ্ডে 'বাংলাদেশের জনপ্রিয় কবিতা' সংকলন বোদ্ধা মহলে তাকে পরিচিতি দেয়। ১৯৯৯ সালের কবি জীবনানন্দ দাশের জন্মশতবার্ষিকী উপলক্ষে 'দ্বিতীয় চিন্তা' বিশেষ সংখ্যা প্রকাশ করলে তা সাহিত্যপ্রেমীদের মধ্যে সাড়া ফেলে।