বিয়ে করলেন সাইয়েদ আব্দুল্লাহ, পাত্রী কে?

সাইয়েদ আব্দুল্লাহ ও নুসরাত জাহান
সাইয়েদ আব্দুল্লাহ ও নুসরাত জাহান  © টিডিসি ফটো

বিয়ের পিঁড়িতে বসেছেন ছাগল-কাণ্ডে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের ছাত্র সাইয়েদ আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে বিয়ের বিষয়টি তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাকে শেরওয়ানি পরিহিত অবস্থায় দেখা গেছে। তার পাশে বসে আছেন হালকা গোলাপি রঙের শাড়ি পরা এক তরুণী। ছবিগুলো ছড়িয়ে পড়ার পর থেকেই বন্ধুবান্ধব এবং অনুসারীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন।

সাইয়েদ আব্দুল্লাহ বলেন, ভার্সিটিতে থাকাকালীন সময়ে দীর্ঘদিন আমাদের মধ্যে চেনাজানা, পরিচয় ছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহপাঠী ছিলাম। পরবর্তীতে নিজেদের পছন্দের ব্যাপারটা উভয় পরিবারের পছন্দের সাথেই মিলে যায়, তারাও সম্মতি প্রদান করে। বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকায় বিয়ের উভয় পরিবার মিলেই আনন্দঘন পরিবেশে বিয়েটা অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। 

জানা গেছে, সাইয়েদ আব্দুল্লাহর স্ত্রীর নাম নুসরাত জাহান। তিনি পেশায় এডভোকেট (কর্পোরেট লইয়্যার হিসাবে কাজ করেন)। নুসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ছিলেন। 


সর্বশেষ সংবাদ