কোভিড-১৯ সংক্রান্ত গুজব
অনলাইনে কিছু শেয়ারের আগে ৫ প্রশ্ন মাথায় রাখার পরামর্শ জাতিসংঘের
- টিডিসি ফ্যাক্টচেক ডেস্ক
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ০৬:৩৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২১, ০৬:৩৯ PM
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, কোভিড-১৯ সংকটকালে ব্যাপকভাবে ষড়যন্ত্র তত্ত্ব, গুজব ও মিথ্যা ছড়ানো হচ্ছে। এসব ছড়ানো বন্ধে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার এক টুইটে তিনি এ আহ্বান জানান।
টুইটে জাতিসংঘের মহাসচিব বলেন, আমরা সবাই আমাদের যার যার জায়গা থেকে ভুল তথ্য ছড়ানো বন্ধে কাজ করতে পারি। অনলাইনে কোনকিছু শেয়ার করার আগে একটু থামুন, সময় নিন এবং তা যাচাই করে নিন।
জাতিসংঘ মহাসচিব তাঁর টুইটে #প্লেজটুপজ হ্যাশট্যাগও ব্যবহার করেন।
অনলাইনে কোনকিছু শেয়ার করার ক্ষেত্রে যে পাঁচটি প্রশ্ন মাথায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি:
১. পোস্টটি কার বা কে শেয়ার দিয়েছে?
২. সূত্র কী?
৩. কোথা থেকে এসেছে?
৪. কেন আপনি তা শেয়ার করছেন?
৫. কখন এটি প্রকাশিত হয়েছে?