ঢাবিতে ফাইজুল হক ঈশানকে প্রভাষক পদে এক মাসের মধ্যে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট
হাইকোর্ট  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে এস এম ফাইজুল হক ঈশানকে এক মাসের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (৮ মে) এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে তিনজন প্রভাষক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এস এম ফাইজুল হক ঈশান আবেদন করেন। পরবর্তীতে ১৩ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনী বোর্ডের সভায় তাকে প্রভাষক পদে ‘উপযুক্ত’ বিবেচনায় নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বোর্ড কোনো কারণ না দেখিয়ে তাকে নিয়োগ না দেওয়ায় ঈশান হাইকোর্টে রিট দায়ের করেন। আদালত সে সময় রুল জারি করে অন্তর্বর্তীকালীন স্থিতি আদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে আদালত রুলটি অ্যাবসলুট ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তার নিয়োগ কার্যকর করার নির্দেশ দেন।

রিটকারী পক্ষের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ, সঞ্জয় মণ্ডল ও সেলিম রেজা। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী আহমেদ ইসতিয়াক।

রায়ের পর আইনজীবী মনজিল মোরশেদ সাংবাদিকদের বলেন, “নিয়োগ বোর্ড যখন কাউকে শিক্ষক পদে সুপারিশ করে, তখন সিন্ডিকেটের কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া তাকে নিয়োগ না দেওয়ার সুযোগ নেই। অথচ এখানে কোনো কারণ না দেখিয়ে সুপারিশ অগ্রাহ্য করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার ও স্ট্যাটিউট অনুযায়ী নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব সিন্ডিকেটের হলেও তারা সেই দায়িত্ব পালন করেনি, যা একটি স্পষ্ট আইন লঙ্ঘন।”


সর্বশেষ সংবাদ