বাংলাদেশে নিজস্ব গেম সার্ভার চালু করছে পাবজি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৫ PM

বাংলাদেশে নিজস্ব গেম সার্ভার চালু করছে বিশ্বের জনপ্রিয় মোবাইল গেম পাবজি। নতুন এই সার্ভারের মাধ্যমে গেমাররা উপভোগ করতে পারবেন ‘লো ল্যাটেন্সি’, আগের চেয়ে মসৃণ ও দ্রুততর গেমিং অভিজ্ঞতা।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, পাবজি মোবাইল কেবল একটি মাল্টিপ্লেয়ার অনলাইন গেমই নয়, বরং এটি এখন দেশের গেমিং ইন্ডাস্ট্রিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং গেমারদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করছে। পাশাপাশি দেশে প্রথমবারের মতো অফিশিয়াল ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫’ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।দশ লাখ টাকার আকর্ষণীয় প্রাইজপুল সম্বলিত এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আগ্রহীরা পাবজি মোবাইল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিস্তারিত জানতে পারবেন।
এতে আরও বলা হয়, দেশের তরুণ গেমার ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে স্থানীয় প্রতিভা তুলে ধরার লক্ষ্যেই একাধিক উদ্যোগ হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে গেমিং ও ই-স্পোর্টস সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি এই খাতে ক্যারিয়ার গড়ার নতুন সুযোগও তৈরি করা হচ্ছে।
পাবজি মোবাইলের এক বিশেষ উদ্যোগ ‘ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার ক্রিয়েশন প্ল্যাটফর্ম’ ইতোমধ্যে গেমারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই প্ল্যাটফর্মে গেমাররা নিজেদের কাস্টম ম্যাপ তৈরি, শেয়ার এবং খেলার সুযোগ পাবেন। এটি তরুণদের সৃজনশীল চিন্তাধারা বিকাশে উৎসাহিত করবে এবং ভার্চুয়াল দুনিয়ায় নতুনভাবে সম্পৃক্ত হতে সহায়তা করবে।
পাবজি মোবাইলের সাউথ এশিয়া পাবলিশিং লিড বলেন, ‘বাংলাদেশে আমাদের যাত্রা নতুন আঙ্গিকে শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গেমিং ও ই-স্পোর্টসের দিক থেকে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। আমরা স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে এখানে একটি শক্তিশালী গেমিং কমিউনিটি গড়ে তুলতে চাই।’