নিউমার্কেটে নেই পহেলা বৈশাখের কেনাকাটার আমেজ

নিউ মার্কেট
নিউ মার্কেট  © সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরই কেনাকাটার হিড়িক পড়ে ক্রেতাদের মধ্যে। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। নিউমার্কেটে নেই এবার নেই তেমন ভিড়। 

শুক্রবার (১১ এপ্রিল) সরেজমিনে এমন চিত্রই দেখা যায়। তবে আজ ছুটির দিন হওয়ায় আজ অন্যান্য দিনের চেয়ে ভিড় ছিল কিছুটা বেশি। 

বিক্রেতারা জানিয়েছেন, সম্প্রতি ঈদের কেনাকাটা শেষ হওয়ায় নতুন করে কেনাকাটায় তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। তবে যারা কিনতে আসছেন, তাদের বেশিরভাগই প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। ক্রেতাদের কেউ কেউ বলেছেন, পহেলা বৈশাখ উপলক্ষে আলাদা করে কিছু কিনছেন না তারা। বরং প্রয়োজনীয় কাপড় কিনতেই এসেছেন।

বিক্রেতাদের মতে, পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ ডিজাইনের পোশাকের চাহিদা কম থাকায় তারা এ ধরনের পোশাক কম সংগ্রহ করেছেন। মার্কেটে ঘুরে দেখা গেছে, ক্রেতারা সাধারণ পোশাকই বেশি কিনছেন।

নিউমার্কেটে এক ক্রেতা রুবানা ইয়াসমীন বলেন, পহেলা বৈশাখের জন্য স্পেশাল কিছু কেনাকাটা করবো না। কাপড় কেনা প্রয়োজন ছিল এজন্য এলাম। ঈদের আগে ভিড় থাকায় তেমন কেনাকাটা করা হয়নি। অফিস ছুটি। তাই আজ এলাম।

 

 


সর্বশেষ সংবাদ