আজকের জুমার নামাজে খতিবদের যে অনুরোধ জানালেন আজহারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১২:৩৬ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ১২:৩৬ PM

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে পর্যন্ত হবে এই মার্চ।
এই কর্মসূচিতে অংশ নিতে আজকের জুমার খুতবায় মুসল্লিদের উদ্বুদ্ধ করতে খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে দেওয়া একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি খতিবদের অনুরোধ জানিয়েছেন।
পোস্টে আজহারী লিখেছেন, সম্মানিত খতিব সাহেবদের কাছে অনুরোধ— আজকের জুমার খুতবায় ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্বুদ্ধ করুন।
এদিকে, গত সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আজহারি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে গাজায় চলমান শতাব্দীর সবচেয়ে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ, আমি নিজে সেখানে উপস্থিত থাকব। সবাইকে মানবতা ও ন্যায়ের পক্ষে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাই।