শুল্ক বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

ঢাকায় মার্কিন দূতাবাস
ঢাকায় মার্কিন দূতাবাস  © সংগৃহীত

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে শুল্কহার বাড়ানোর প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও এবং স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

সাংবাদিকদের কাছে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি জানিয়েছে, আগামী বুধবার (১০ এপ্রিল) সকাল ১১টায় এই ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দূতাবাসে একটি স্মারকলিপি দেওয়া হবে এবং সেখান থেকেই পরবর্তী আন্দোলনের কর্মপন্থা ঘোষণা করা হবে।

সোমবার (৭ এপ্রিল) জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন ও একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে নতুনভাবে আমদানি শুল্ক নির্ধারণ করেছেন। এতে বাংলাদেশের জন্য আরোপিত শুল্ক হার দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করে ১৫ শতাংশ থেকে ৩৭ শতাংশে উন্নীত করা হয়েছে, যা বাংলাদেশের অর্থনীতি ও শ্রমজীবী জনগণের জন্য মারাত্মক হুমকি।

বিবৃতিতে বলা হয়, বিশ্বের ৬৩টি দেশের জন্য নতুন শুল্কহার প্রবর্তন করলেও তুরস্ক, ব্রাজিল, মেক্সিকো এবং মরক্কোর মতো প্রধান পোশাক রপ্তানিকারক দেশগুলোর জন্য পূর্ববর্তী শুল্কহারই বহাল রাখা হয়েছে। একইসঙ্গে ১৫টি দেশের ওপর কোনো শুল্ক পরিবর্তন করা হয়নি।

বাংলাদেশের জন্য এই শুল্ক বৃদ্ধি ‘অমানবিক ও বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, দেশের রপ্তানির ৮৪ শতাংশই আসে পোশাক খাত থেকে, যার বড় একটি অংশ মার্কিন বাজারনির্ভর। এই খাতে প্রায় ৩৫ লাখ নারী শ্রমিক সরাসরি যুক্ত, ফলে শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্ত নারী স্বাধীনতা ও আর্থিক অগ্রগতির পথ রুদ্ধ করে দেবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence