তীব্র কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের আভাস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১২:৩০ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ১২:৩০ PM

চলতি মাসে বঙ্গোপসাগরে একটি থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া পাঁচ-ছয় দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।
ওমর ফারুক বলেন, তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) পর্যন্ত তাপমাত্রা বাড়বে। এরপর শনিবার (৫ এপ্রিল) কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং রবিবার (৬ এপ্রিল) দেশজুড়ে বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি থাকতে পারে। বৃষ্টির পর তাপপ্রবাহ কমে আসবে।
তিনি আরও বলেন, এ মাসে দেশে ২-৪টি মৃদু মাঝারি এবং ১-২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।